Read Time:1 Minute, 23 Second

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ বিধানসভা নির্বাচনে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে চালু করা হল টোল ফ্রি নম্বর।
সোমবার সাংবাদিক বৈঠক করে একথা জানালেন জেলাশাসক বিভূ গোয়েল। ভোট সংক্রান্ত কোনো রকম গন্ডগোল হলে ১৯৫০ নম্বরে ফোন করে তা জানানো যাবে। এরপরই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসনের তরফে। বিগত নির্বাচনগুলোতে দেখা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার ছবি থেকে শুরু করে প্রাণহানির ঘটনা। এবারের নির্বাচনে সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তাই জেলা প্রশাসনের তরফে এমন উদ্যোগ নেওয়া হল। করোনা আবহে নির্বাচন হওয়ায় ইতিমধ্যে জেলায় বেশকিছু বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি মহিলা ভোটারদের জন্য মহিলা বুথ করা হয়েছে। জেলা প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জেলাবাসীও।