ভিডিও চ্যাটিং অ্যাপের বিজ্ঞাপনে নুসরত জাহানের ছবি। সঙ্গে লেখা ‘লকডাউনে ঘরে বসে বন্ধুত্ব পাতান, নুসরতের বিষয়ে আর কিছু জানুন’। যদিও সাংসদ অভিনেত্রীর দাবি তিনি এবিষয়ে কিছুই জানেন না। ইতিমধ্যে
সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। সেইসঙ্গে কলকাতা পুলিশের সাইবার সেলে ওই নির্দিষ্ট অ্যাপ কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি। ঘটনার সূত্রপাত আজ সকালে। আচমকাই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ওই বিজ্ঞাপন। নেটিজেনদের মাধ্যমে নিমেষেই ভাইরাল হয়ে যায় ওই ভিডিও চ্যাট অ্যাপের বিজ্ঞাপন। জোরদার জল্পনা শুরু হয় নেট দুনিয়ায়। অনেকেই কটাক্ষ করে নুসরতকে নিয়ে সমালোচনাও জুড়ে দেন। তারপরই তারকা সাংসদের নজরে আসে বিষয়টি।

ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে লালবাজার। বাংলার নামী নায়িকা তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহানের ছবি কেন ওই অ্যাপের বিজ্ঞাপনে ব্যবহৃত হল, তা খতিয়ে দেখছে সাইবার শাখা। প্রসঙ্গত মাস খানেক আগে ডেটিং অ্যাপে ভুয়ো অ্যাকাউন্টের ফাঁদে পড়েছিলেন টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী। ভুয়ো অ্যাকাউন্টের ফাঁদে পড়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তীও।