Read Time:1 Minute, 1 Second
দুবাই ফেরত এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমান অবতরনের সময় রানওয়েতে জল জমে থাকায় পিভহলে গিয়ে দুটুকরো হয়ে যায়। ১৮৪ জন যাত্রী ৫ জন কেবিন ক্রু-এবং ২জন পাইলট সহ মোট ১৯১ জন যাত্রী নিয়ে কেরলের কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরের নামতে গিয়ে এই ঘটনা ঘটে । বিমানটি দু’ টুকরো হয়ে রানওয়ে ও তার বাইরেও ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ২ জন পাইলট। দুর্ঘটনার জেরে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে।তবে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানটিতে আগুন না লাগায় যাত্রীদের সকলকে উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

