ফের ‘রাত দখল’। আজা সন্ধ্যা সাতটা থেকে পথে নামছে আমজনতা। অপেক্ষার আর কিয়ৎক্ষণ মাত্র। শুধু তাই নয় , রাত ৯ থেকে ১০টা পর্যন্ত আলো নিভিয়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কলকাতা থেকে জেলা ফের আজ দিকে দিকে রাত দখলের ডাক। এদিন আন্দোলনে যোগ দিচ্ছে খোদ নির্যাতিতার পরিবারও। পাশাপাশি নিজেদের এলাকাতেই মানব বন্ধন গড়ার আহ্বানও জানিয়েছেন তারা।
কোথায় কোথায় রাত দখল হবে দেখে নিন এক নজরে –
শ্যামবাজার
যাদবপুরের ৮বি বাস স্ট্যান্ড
কলেজ স্ট্রিট-বঙ্কিম স্ট্রিট ক্রসিং
সল্টলেকের করুণাময়ী
বেহালার শখের বাজার
রুবি মোড়
বিশ্ব বাংলা গেট
কেষ্টপুর
লেক গার্ডেনসের লর্ডসের মোড়
আলিপুরের ন্যাশনাল লাইব্রেরির মোড়
হরিদেবপুরের ফোর সি বাসস্ট্যান্ড
দেশপ্রিয় পার্ক
রুবি মোড়
গড়িয়া বাসস্ট্যান্ড
সোনারপুর
গড়িয়া বড়াল
সিঁথির মোড়
দমদম নাগের বাজার
ডানলপ
বেলঘরিয়া বাটা মোড়
সোদপুর মধ্যমগ্রাম চৌমাথা
সোদপুর ট্রাফিক মোড়
বারাকপুর স্টেশন চত্বর
পলতা এসবিআই মোড়
কল্যাণী
ইছাপুর নর্থল্যান্ড
বারাসতের ডাক বাংলো মোড়
দক্ষিণ বারাসতের ইয়ং কর্নার
রাজারহাট ডিরোজিও কলেজ মোড়
আসানসোলের কল্যাণপুর হাউসিং
বর্ধমানের দাঁইহাট রাজবাড়ি মোড়
বালুরঘাট
বহরমপুর চৌতারা
কান্দির বিশ্রামতলা মোড়
গোবরডাঙা কালীবাড়ি
আগরপাড়া
ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়
বসিরহাট বোট ঘাট মোড়
চন্দননগর স্ট্র্যান্ড রোড
জলপাইগুড়ি সমাজ পাড়া মোড়
আরামবাগ নেতাজি স্কোয়্যার
হরিণঘাটা
শ্রীরামপুরের বটতলা
আন্দুল বাসস্ট্যান্ড
সালকিয়া চৌরাস্তা