খবরের শিরোনামে ‘ওমিক্রন’, জানুন এর অর্থ । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 37 Second

করোনাভাইরাসের নয়া ভ্যারিয়েন্টের কারনে মাথায় হাত পড়েছে বিশ্ববাসীর। আর সেই কারণেই গতকাল বিশ্ব স্বাস্থ্য সংগঠনের পরামর্শদাতা কমিটির তরফ থেকে দক্ষিণ আফ্রিকার এই নয়া ভ্যারিয়েন্টের রাখা হয় ওমিক্রন। আর তারপর থেকেই এই নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে সকলের মনেই। হঠাৎ ওমিক্রন নাম রাখার অর্থ কি? কী বা শব্দের অর্থ? মূলত ওমিক্রন শব্দটি একটি গ্রিক শব্দ। জানা যায় গ্রিক বর্ণমালা ১৫ তম বর্ণ হল ওমিক্রণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ হল একটি স্বাধীন গ্রুপ। যেখানে বিশেষজ্ঞরা তাঁদের নিজস্ব মতামত প্রেরণ করতে পারেন স্বাধীনভাবে ।এই গ্রুপের তরফ থেকে সারসিওভিটু নামক এই ভাইরাসের মিউটেশন লক্ষ্য করা হয়েছিল দীর্ঘদিন ধরেই। আর তারপরেই ট্যাগ ভিই নামক, এই ভাইরাসের হদিশ পাওয়া যায় ২৬ শে নভেম্বর। আর তার পরই তড়িঘড়ি তৎপরতার সঙ্গে নামকরণ করা হয় এই ভাইরাসের। নাম দেওয়া হয় ওমিক্রন। গ্রিক বর্ণমালা পনেরতম এই বর্ণকে গাণিতিক ভাবের প্রকাশ করলে ৭০ দ্বারা প্রকাশ করা হয়। জানা যায় ফোনেটিকাল লেটার ” আইন “থেকে পাওয়া যায়।

উল্লেখ্য করোনাভাইরাসের ডেল্টা ভেরিয়েন্টেরপরই সর্বোচ্চসংখ্যক ক্ষমতা যুক্ত এই ভ্যারিয়েন্টের নাম ওমিক্রণ রাখা হয়েছে। ইতিমধ্যেই সমস্ত ভ্যাকসিনের ক্ষমতাকে নাকাম করতে সক্ষম এই ভারিয়ান্ট। আর সেই কারণেই দ্রুত সংক্রামক উদ্বেগজনক তালিকায় রাখা হয়েছে এই ভ্যারিয়েন্টকে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে বিশ্বজুড়ে বহু মানুষের শরীরে সংক্রমণ শুরু হয়েছে। আগামী দিনে এই একই ঝুঁকি এড়াতে দ্রুত সাবধানতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আপাতত স্থগিত কৃষকদের 'সংসদ চলো' অভিযান। এম ভারত নিউজ

'সংসদ চলো' অভিযানে আপাতত স্থগিতাদেশ জারি করল সংযুক্ত কিষাণ মোর্চা। তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে নিজেদের আংশিক সাফল্য হিসেবেই আপাতত বিবেচনা করছে বিক্ষোভরত কৃষকরা। বাকি দাবি-দাওয়াগুলি নিয়ে আপাতত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষক আন্দোলনের নেতারা। এদিকে ২৯ নভেম্বর, সোমবার থেকেই শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। আর অধিবেশনের প্রথম দিনেই লোকসভায় কৃষি আইন বাতিলের বিল পেশ করতে চলেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে নিজেদের 'সংসদ চলো' অভিযান আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কৃষক সংগঠনগুলি।

You May Like

Subscribe US Now

error: Content Protected