একদিকে উত্তুরে হাওয়ায় ক্রমে ছড়িয়ে পড়ছে বাগবাজারের বিধ্বংসী আগুন। অপরদিকে মানিকতলায় সাহিত্য পরিষদ রোডে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনীর কর্মীরা। জানা গিয়েছে, সকাল ১১ টা নাগাদ আগুন লাগে ওই গুদামে। ঘটনাটি ঘটেছে মানিকতলাতে। অপরদিকে বাগবাজার বস্তিতে আগুন লেগেছে বিকেলের দিকে ইতিমধ্যে দমকলের ইঞ্জিন উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে। পাশাপাশি খবর দেয়া হয়েছে আরো কয়েকটি ইঞ্জিনকে এবং ঘটনাস্থলে পৌঁছে গেছে শ্যামপুর থানার পুলিশ।

বাগবাজার ব্রিজের কাছে ঘটে এই ঘটনা পাশেই রয়েছে বাগবাজার ওমেন্স কলেজ, আগুন ছড়িয়ে পড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি বাড়ি । ঘটনাটি শ্যামপুর এলাকার মধ্যে পড়ায় শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সাধারণ মানুষ তাদেরকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের দাবি ইতিমধ্যেই পুড়ে গেছে তাদের অনেকের সম্পত্তি, বস্তি ভেতর থেকে একের পর এক গ্যাস সিলিন্ডার ফাটার আওয়াজ পাওয়া যায় । আগুন ছড়িয়ে যাবার পিছনে উত্তরে হওয়ার পাশাপাশি আরেকটি কারণ হলো বস্তিতে থেকে যাওয়া নানান দাহ্য বস্তু। এখনই আগুন নিয়ন্ত্রণ না করা গেলে ক্ষতির পরিমাণ হবে আরও বেশি বলেই মনে করছেন সাধারণ মানুষ। দমকল কর্তৃপক্ষ থেকে সাধারণ মানুষকে আশ্বাস দিয়ে জানানো হয়েছে ,”পাশেই রয়েছে খাল, জলের কোন অভাব ঘটবেনা, আগুন খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসবে।”

অপরদিকে মানিকতলার ঘটনাটিতে এগারোটি ইঞ্জিন ইতিমধ্যে কর্মরত হয়েছে, তবে এখনো পর্যন্ত উৎস স্থলে পৌঁছানো সম্ভব হয়নি বলেই জানিয়েছে দমকল কর্তৃপক্ষ। হতাহতের কোনো খবর না থাকলেও আগুন এখনো নিয়ন্ত্রণ করা যায়নি সেখানে। মনে করা হচ্ছে ভোজ্যতেলের গুদামে আগুন লেগেছে তার উপায় পাশেই রয়েছে ব্যাটারি কারখানা সেক্ষেত্রে আগুন ছড়ানোর সম্ভাবনা বেড়ে গেছে আরো বেশি।দমকল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই অবস্থা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে।