ফের একবার রাজ্যের উচ্চ পদস্থ সরকারি আমলাদের দিকে তাক করে সোমবার সকালে রাজ্যপাল ধনকড় টুইটে বলেন , ‘‘এরাজ্যের একাংশের সরকারি আমলাদের সম্পত্তির পরিমাণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে ও তাঁরা দুর্নীতিতে জড়াচ্ছেন, সেই ঘটনা খুবই উদ্বেগের।’’ এখনো পর্যন্ত এ রাজ্যে বেশ কিছু ঘটনায়ে রাজ্য সরকার কে নিশানা করে যে কোনো ভুল পদক্ষেপের কড়া সমালোচোনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপাল ও রাজ্য সরকারের এই ক্রমাগত সংঘাতের জেড়ে উত্তপ্ত হয়েছে বাংলার রাজনীতি।

কখনো শিক্ষা ক্ষেত্রে তো কখনো স্বাস্থ্য ক্ষেত্রে যেকোনো সমস্যা দেখা দিলে এরাজ্যের পুলিশ ও প্রশাসনের একাংশের কর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। আর এর পাল্টা আক্রমণও এসেছে রাজ্যের শাসক দলের নেতাদের থেকে। তাকে বিজেপির এজেন্ট বলেও কটাক্ষ করেছেন রাজ্যের শাসক দলের বেশ কয়েকজন নেতানেত্রি। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের এইরূপ আচরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছেও অভিযোগ জানিয়েছেন।