Read Time:1 Minute, 18 Second
হাওড়া থেকে গ্রেপ্তার হল অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশকারী এক বাংলাদেশি জঙ্গি।গোপন সূত্রে খবর পেয়ে, হাওড়া সিটি পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে হাওড়া সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে আজ আদালতে পেশ করলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

পুলিশ জানিয়েছে ৩২ বছর বয়সি বাংলাদেশি জঙ্গির নাম আশরাফুল মাতব্বর। জানা যাচ্ছে বহুদিন ধরেই কোন কাগজপত্র ছাড়াই বর্ডার পার হয়ে ভারতে আসা যাওয়া করতেন আশরাফুল। পুলিশ সূত্রে খবর তিনি হাওড়াতে ছাতা সারাই এর কাজ করতেন। কিছুদিন আগেই সেলিম মুন্সি সহ আরও ৩ বাংলাদেশি JMB জঙ্গিকে হরিদেবপুর থেকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ওই JMB গোষ্ঠীর সঙ্গে আশরাফুলের কোনো যোগ আছে কিনা হাওড়া সিটি পুলিশ তা খতিয়ে দেখছে।