Read Time:54 Second
ছত্তিশগড়ে মাওবাদী হামলায় শহিদ এক CRPF কর্মী। জখম আরও ৯ জন কম্যান্ডো। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ছত্তীশগড়ের সুকমা জেলার টাডমেটলা গ্রাম লাগোয়া জঙ্গলে।

ওইদিন সুকমা জেলায় আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। মাওবাদী-দমন অভিযানে বেরিয়েছিল নিরাপত্তা বাহিনীর একটি দল। তখনই অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।সেইসময় মাওবাদীদের রাখা আইইডি বিস্ফোরণে আহত হন কোবরা ব্যাটেলিয়নের ১০ জন সদস্য। দ্রুত আহতদের সরিয়ে আনা হয়। হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয় ৩৩ বছরের অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট নিতিন ভালেরাওয়ের।