রাজ্যে এসে পৌঁছলো এক লক্ষ কোভ্যাকসিন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 45 Second

কেন্দ্রের তরফ থেকে পশ্চিমবঙ্গের পাঠানো হল এক লক্ষ ভ্যাকসিন আজ দুপুরের মধ্যে আসতে চলেছে আরও চার লক্ষ কোভিশিল্ডের ডোজ। রাজ্যজুড়ে নেই অক্সিজেন পাওয়া যাচ্ছেনা বেড। অক্সিজেনের অভাবে রাস্তার ধারে শ্বাসকষ্ট মরতে হচ্ছে মানুষকে।রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা জয় করেছেন ১৬ হাজার ৫৪৭ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যের মোট ডিসচার্জ রেট গিয়ে দাঁড়াল ৮৫.২৩ শতাংশে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন। মঙ্গলবার এই সংখ্যা ছিল ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ০৬ লক্ষ ৬৫ হাজার ১৪৮ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২৬ হাজার ১৮৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৩৮ হাজার ৪৩৯ জন। বর্তমানে দেশের মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৪ লক্ষ ৮৭ হাজার ২২৯। দেশে এখনও পর্যন্ত সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১ কোটি ৬৯ লক্ষ ৫১ হাজার ৭৩১ জন। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন মোট ১৬ কোটি ৪ লক্ষ ৯৪ হাজার ১৮৮ জন।

এর মধ্যেই কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল ১৮ বছর ঊর্ধ্বের টিকাকরণের কথা। তবে করোনার এই কঠিন পরিস্থিতিতে রাজ্য জানিয়েছিল ,বর্তমানে রাজ্যের কাছে ১৮ বছর বয়সী ছেলেমেয়েদের টিকাকরণের মত টিকা নেই তাই এই মুহূর্তে টিকাকরণ সম্ভব হবে না কোনোভাবেই। তবে বর্তমানে এই টিকাকরনের উদ্দেশ্য কেন্দ্রের কাছে দুই প্রকার ভ্যাকসিনের জন্যই বরাত দিয়েছে রাজ্য। যদিও এখনও পর্যন্ত তা রাজ্যে এসে পৌঁছতে পারেনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাজ্যে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ লোকাল ট্রেন । এম ভারত নিউজ

করোনা পরিস্থিতি মোকাবেলায় আজ রাজ্য সরকারের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মচারী এবং স্বাস্থ্য সচিবদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী। আগামী দিনে করোনা পরিস্থিতি মোকাবিলার ব্যাপারে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের এই কঠিন পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুসারে কী কী সুবিধা পাওয়া যাবে এবং কী কী সুবিধা […]

You May Like

Subscribe US Now

error: Content Protected