‘এক নেতা এক পদ’, নয়া নীতি মুখ্যমন্ত্রীর । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 33 Second

আগামী ৫ মে তৃণমূল সুপ্রিমোর তরফে জরুরি বৈঠক ডাকা হয়েছে । শনিবারের মুখ্যমন্ত্রী তরফ থেকে ডাকা এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে তৃণমূল ভবনে । বৈঠকে জরুরি তলব করা হয়েছে সাংসদ, মন্ত্রী, বিধায়ক ও পুরসভার চেয়ারম্যান তথা পুর প্রশাসকদের। সূত্রের খবর অনুসারে জানতে পারা গেছে মুখ্যমন্ত্রীর এই দিনের ডাকা বৈঠকেই, “এক নেতা এক পদ” নীতি চালু করার সম্ভাবনা রয়েছে।

যে সব জেলা সভাপতি এবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে মন্ত্রিত্ব পেয়েছেন তাঁদের জেলা সভাপতির পদ থেকে সরিয়ে নতুন মুখদের জায়গা দেওয়া হতে পারে বলেই সূত্রের খবর। পাশাপাশি সূত্রের খবর অনুসারে জানা গেছে সম্ভবত ওই একই দিনে দল থেকে বিচ্ছিন্ন কাঁথির সংসদ শিশির অধিকারীকেও সরানো হতে পারে মেদিনীপুরের জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে। যে সমস্ত নেতা-মন্ত্রীরা সম্ভাব্য এই তালিকায় রয়েছেন তাঁদের নামগুলি নিম্নরূপ;

১) মন্ত্রী অরূপ রায়: সমবায় দপ্তরের মন্ত্রী হওয়ার পাশাপাশি হাওড়া পুরনিগমের পুরো প্রশাসকের দায়িত্ব সামলেছেন।

২) মন্ত্রী বিপ্লব মিত্র: কৃষি বিপণন মন্ত্রী এবং দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান।

৩) স্বপন দেবনাথ : রাজ্য মন্ত্রী এবং বর্ধমান পূর্বের সভাপতি।

৪) পুলক রায়; মন্ত্রী এবং হাওড়া গ্রামীণ জেলা সভাপতি।

শুধু তাই নয় পাশাপাশি বেশ কিছু জায়গায় জেলা সভাপতিরা নিজের দায়িত্ব ঠিকমতো পালন না করায় ২০২১ বিধানসভা ভোটে বেশ কিছু কেন্দ্রে তৃণমূল আশানুরূপ ফল পায়নি। আর সেই কারণেই এবার সভাপতির পদ থেকে তাঁদের সরিয়ে নতুন মুখ এবং নতুন কাঁধেই দায়িত্ব দিতে চলেছেন মুখ্যমন্ত্রী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শক্ত থাকো পাশে আছি, শুভ্রাংশুকে অভিষেক । এম ভারত নিউজ

হাসপাতলে ভর্তি মুকুল রায়ের স্ত্রী তথা শুভ্রাংশু রায়ের মা কৃষ্ণা রায়। বর্তমানে একমো সাপোর্টে রয়েছেন তিনি। সূত্রের খবর অনুসারে জানতে পারা গেছে বর্তমানে ইএম বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বর্তমানে বিরোধী দলের সদস্য হলেও দীর্ঘদিন একসাথে পথ চলেছেন উভয়ই। আর আজ সেই মুকুল রায়ের ছেলে, শুভ্রাংশু রায়ের বিপদের […]

Subscribe US Now

error: Content Protected