বিতর্কিত কৃষিবিল ঘিরে রবিবার থেকে সরগরম সংসদের উচ্চকক্ষ। বিলকে ঘিরে সরকার-বিরোধী সংঘাত জারি থাকল মঙ্গলবারও। বিল সম্পর্কিত তিনটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত মঙ্গলবার অর্থাৎ থেকে রাজ্যসভার অধিবেশন বয়কটের ডাক দিয়েছেন বিরোধী নেতারা। এদিন অধিবেশন শুরু হতেই তা বয়কটের ঘোষণা করেন রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ। এরপরই অধিবেশন কক্ষ থেকে একযোগে ওয়াকআউট করে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীরা। তবে এবার রাজ্যসভার পাশাপাশি লোকসভা বয়কটেরও ডাক দিল বিরোধীরা। এদিন উচ্চকক্ষ ফাঁকা থাকলেও সংসদের নিম্নকক্ষে বিরোধীদের হই-হট্টগোল জারি থাকায় দুপুর ৩টের পর ১ ঘণ্টার জন্য লোকসভার অধিবেশন স্থগিত হয়ে যায়। তবে ৪টের সময় ফের অধিবেশন হলেও আবারও হই-হট্টগোল শুরু করে দেন বিরোধীরা। অন্যদিকে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বুধবার বেলা ১১টায় বৈঠকে বসছে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীরা। পাশাপাশি কৃষি বিলে সই না করতে আর্জি জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে সময় চেয়েছে ১৭টি বিরোধী দল।
