দিল বেচারার টাইটেল সং
দিল বেচারার টাইটেল সং কোরিওগ্রাফে পারিশ্রমিক নেননি ফারহা খান! কেন জানেন?মুকেশ লেখেন, “আমি ফারহা খানকে পারিশ্রমিকের কথা বলতেই তিনি আমাকে ধমক দেন। বলেছিলেন, তুই কি পাগল! এটা তোর প্রথম ছবি। প্রযোজককে বলে দিস তোর আর সুশান্তের জন্য এই গান কোরিওগ্রাফ করতে আমি কোনও পারিশ্রমিক নেব না।”