
এবার ৪ মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে সংযোগ করাতে হবে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের। এমনই নির্দেশিকা জারি করল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স (CBDT)। আয়কর দপ্তরের তরফে টুইট করে জানানো হয়েছে, প্যান-আধার সংযুক্তিকরণের শেষ তারিখ ২০২৩-এর ৩১ মার্চ। এই সময়সীমা অতিক্রম করলে বছরে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে গ্রাহকের প্যান কার্ড। উল্লেখ্য, চলতি বছরের ৩১ শে মার্চ তারিখ প্যান-আধার সংযুক্তিকরণের শেষদিন ছিল।
এই সময়ের মধ্যে যারা সংযোগ করাননি তাদের হাজার টাকা জরিমানা গুনতে হচ্ছে। তবে তাঁদের প্যানকার্ড এখনও নিষ্ক্রিয় হয়নি। তাই গ্রাহকদের আরেকবার সুযোগ দেওয়ার জন্য ফের এই সময়সীমা কিছুটা বাড়িয়ে দেওয়া হল। এর আগেও বেশ কয়েকবার প্যান-আধার সংযোগের সময়সীমা বাড়িয়েছিল আয়কর দপ্তর। তবে বার-বার আর এটি করা হবে না। এবার নির্ধারিত সময়ের মধ্যে এই দুই গুরুত্বপূর্ণ নথির সংযুক্তিকরণ না করা হলে কড়া পদক্ষেপ নিতে চলেছে আয়কর দপ্তর। কি ভাবে করবে এই সংযুক্তিকরণ, দেখে নিন।

প্যানকার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণের পদ্ধতি:
• প্রথমে আয়কর দপ্তরের ওয়েবসাইটে লগইন করুন।
• ওয়েবসাইটের কুইক লিংক অপশনে যান এবং লিংক আধার অপশনে ক্লিক করুন।
• নিউ উইন্ডোতে আধার নম্বর, প্যান নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে।
• ‘আই ভ্যালিডেট মাই আধার ডিটেলস’-নামে একটি অপশন খুলবে।
• এরপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে ভ্যালিডেট অপশন ক্লিক করুন।
• জরিমানা হিসেবে ১ হাজার টাকা দিতে হবে। তারপরই আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক হয়ে যাবে।
আরও পড়ুন