জোমেটো ডেলিভারি কান্ডে উত্তাল সোশ্যাল মিডিয়া। এবার এই একই ঘটনাকে অবলম্বন করে টুইটারে টুইট করতে দেখা গেল পরিণীতি চোপড়াকে । বিশেষত ঘটনাটি ঘটেছে ব্যাঙ্গালোরে । সূত্রের খবর অনুসারে জানা গেছে ব্যাঙ্গালোরের এক জোমাটো ডেলিভারি বয় যার নাম কামরাজ , বিশেষত তিনি নাকি খাবার ডেলিভারি নিয়ে বচসা হওয়ায় এক মহিলাকে মেরে তাঁর নাক ভেঙে দিয়েছেন। যদিও কামরাজ পুরো ঘটনাটি অস্বীকার করে গেছেন বলেছেন ওই মহিলা তাকে চপ্পল দিয়ে মেরেছেন।
এই প্রথম কোন অভিনেত্রীকে দেখতে পাওয়া গেল যে এই বিষয় মুখ খুলেছেন, পাশাপাশি জোমেটো ইন্ডিয়ার কাছে অনুরোধ জানিয়েছেন এই ঘটনা সম্পূর্ণ তথ্য সামনে আনার জন্য। পাশাপাশি এও বলেন তার কাছ থেকে কোনো সহায়তা পাওয়ার জায়গা থাকলে তা অবশ্যই জানাতে। এরপর ডেলিভারি বয় গোটা ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে পালটা অভিযোগ জানিয়েছেন, হিতেশা যেভাবে ঘটনাটি তুলে ধরছেন তা মিথ্যে। আসলে নিজের আংটির জন্যই নাকে আঘাত পান তিনি। বরং নিজের চপ্পল দিয়ে তিনিই আঘাত করেন কামরাজকে। যদিও বর্তমানে জোমেটো ইন্ডিয়ার কাছে অনুরোধ থাকছে সম্পূর্ণ ঘটনাটির সত্যতা যাচাই করার জন্য।