নিয়োগ দুর্নীতির মাথা পার্থ? জানুন কি বলছে সিবিআই । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 11 Second

রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অনেক আগেই গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। শুক্রবার এই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে আনা হয় আলিপুর আদালতে,কারন ইডির থেকে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে চায় সিবিআই। এছাড়াও এই দিন আদালতে তোলা হয় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। এদিন সিবিআইয়ের আইনজীবীর দাবি করেন, ২০১৬ সালের গ্রুপ সি-র পরীক্ষায় বেআইনিভাবে ৪০০ জনকে নিয়োগ করা হয় সুপারিশের ভিত্তিতে। এই নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত পাঁচজনের মধ্যে চারজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই দাবি করে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, তার বিরুদ্ধে যা অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। পার্থ চট্টোপাধ্যায় প্রায় ৬০ দিন বন্দিদশায় রয়েছেন তা সত্ত্বেও কেন ইডি চার্জশিট পেশ করল না, এই প্রশ্নও তোলা হয়। এছাড়া এই দিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, নিয়োগের দায়িত্বে একটি স্বশাসিত সংস্থা ছিল, আমি তাতে ছিলাম না আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। এই সবের মধ্যে সিবিআই-এর আইনজীবী বলেন, রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড হলেন পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় ফের অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আরজি করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সোমবারই বিজেপিতে অমরিন্দর সিং । এম ভারত নিউজ

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার বিজেপিতে যোগদান করতে চলেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। আর সেদিনেই অমরিন্দর সিং-এর দল পাঞ্জাব লোক কংগ্রেস মিশে যেতে পারে বিজেপিতে, এমনই মনে করা হচ্ছে। পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগে অমরিন্দর সিংকে কংগ্রেস মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার পরই কংগ্রেসের সাথে দূরত্ব বাড়তে শুরু করে অমরিন্দরের। […]

Subscribe US Now

error: Content Protected