স্বাধীনতা দিবসে প্লাস্টিকের পরিবর্তে কাগজের পতাকা ব্যবহারের আর্জি জানাল কেন্দ্র সরকার। বিশ্ব উষ্ণায়নের একটি বড় কারণ এই প্লাস্টিকের ব্যবহার । আর সেই কারণেই স্বাধীনতা দিবসের দিন এই জাতীয় পতাকার ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করতে চায় কেন্দ্রীয় সরকার। এছাড়াও দেশের গৌরবের প্রতীক হিসেবে ব্যবহৃত জাতীয় পতাকাকে অবমাননার হাত থেকে রক্ষা করতে সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতা বার্তাও দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে। ইতিমধ্যে এই বিষয়ে সমস্ত রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছে। প্রতিবছর স্বাধীনতা দিবসের দিনে ছোট বড় সকলেই দেশের বিভিন্ন প্রান্তের প্লাস্টিকের পতাকা কিনে গাড়ি এবং বাইকের সামনে লাগান। দেশভক্তি দেখিয়ে কোথাও কোথাও রাস্তার ওপর লাগানো হয় কয়েকশো পতাকা। আর ঠিক তার পরের দিনই ওই পতাকা গুলির স্থান হয় রাস্তার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে ডাস্টবিনে। আর এবার এই অবমাননা রুখতেই সরব হল কেন্দ্র সরকার।
গত দুই বছর ধরে করোনাকালীন কঠিন পরিস্থিতির কারণে জৌলুসহীন স্বাধীনতা দিবস পালন হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এবারও করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের ধাক্কা আগাম সামলে নিতে কোনো রকম কোনো জমায়েত করা যাবে না, বলেই জানিয়েছে কেন্দ্র সরকার। প্রতিবারের ন্যায় এবারও লালকেল্লা থেকেই দেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও একগুচ্ছ অনুষ্ঠানের মাধ্যমে এই স্বাধীনতা দিবস পালন করা হবে।