সেঞ্চুরি পার করেও রক্ষা নেই! মহানগরীতে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি ক্রমাগত অব্যাহত । করোনাকালে পেট্রোপণ্যের এইরূপ দাম বৃদ্ধিতে চিন্তার ভাঁজ পড়ছে মধ্যবিত্তের কপালে। আজ লিটারপ্রতি পেট্রোলের দাম বাড়ল ৩৯ পয়সা । আজ কলকাতায় পেট্রোলের নয়া দাম ১০০ টাকা ৬২ পয়সা। পেট্রোলের পাশাপাশি দাম বৃদ্ধি হয়েছে ডিজেলেরও। লিটারপ্রতি ১৫ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৬৫ পয়সা। গতকালই মহানগরীতে ১০০ পার করেছে পেট্রোলের দাম। যদিও মহানগরীর আগেই বিভিন্ন জেলাগুলিতে ১০০ পার করেছিল পেট্রোলের দাম। তার মধ্যে অন্যতম হল জলপাইগুড়ি, দার্জিলিং প্রভৃতি।
প্রসঙ্গত উল্লেখ্য,বিধানসভা নির্বাচন ২০২১ এর ফল প্রকাশের পর থেকেই ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। একদিকে করোনার সংক্রমণ ,আরেকদিকে পেট্রোপণ্য এবং গ্যাসের দাম বৃদ্ধি চিন্তায় ফেলেছে মধ্যবিত্তদের। করোনাকালে দীর্ঘ দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল বাস পরিষেবা। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কিছুটা কমলে, পুনরায় বাস চালানোর সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে ব্যাগড়া দেন বাস সংগঠনের মালিকেরা। তাঁদের দাবি পেট্রোপণ্যের এইরূপ দাম বৃদ্ধির ফলে পুরোনো ভাড়ায় তাঁদের পক্ষে বাস চালানো সম্ভব নয়। যার ফলে স্বভাবতই সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।