শীঘ্রই কমতে চলেছে পেট্রোপণ্যের দাম। করোনা আবহে দীর্ঘদিন ধরে লাগাতার পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ অব্যাহত। তবে বিশেষজ্ঞরা মনে করছেন আগামী দিনে পেট্রোপণ্যের পর্যাপ্ত যোগানের ফলে কমতে পারে পেট্রোপণ্যের দাম। প্রসঙ্গত উল্লেখ্য গত মে এবং জুন মাস মিলিয়ে ভারতের পেট্রোপণ্যের দাম বৃদ্ধি হয়েছে প্রায় ৩২ বার। মূলত করোনাকালের কঠিন পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছিল সমস্ত দেশের যান চলাচল । সেক্ষেত্রে যে সমস্ত দেশ গুলির প্রথমে করোনা মোকাবেলা করে উঠতে পেরেছে ,সেখানে পর্যাপ্ত তেল সরবরাহ করতে গিয়েই বৃদ্ধি পেয়েছে এই পেট্রোপণ্যের দাম।

প্রসঙ্গত উল্লেখ্য ,বিধানসভা নির্বাচনের সূচি প্রকাশের পর থেকে লাগাতার দু মাস পর্যন্ত পেট্রোপণ্যের দাম স্থিতিশীল অবস্থায় ছিল । তবে নির্বাচন মিটতে না মিটতেই তা ক্রমাগত ঊর্ধ্বগামী পেট্রোপণ্যের দাম। বর্তমানে আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম নিম্নগামী হলেও কেন্দ্রীয় স্তরে বেড়ে চলেছে পেট্রোলের দাম।প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিভিন্ন বিরোধী দলের নেতা-নেত্রীরা। এমনকি গতকাল বাদল অধিবেশনে সূচনাপর্বে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির অভিনব প্রতিবাদ দেখাতে দিল্লির তৃণমূলের কার্যালয় থেকে সংসদ পর্যন্ত সাইকেল চালিয়ে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের নেতারা।