
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের অন্যতম নেতা দীনদয়াল উপাধ্যায়ের স্মরণে সল্টলেকে বিজেপির মহিলা মোর্চার বাইক মিছিল আটকাল পুলিশ। কথা ছিল, শনিবার সল্টলেক জিডি মার্কেট থেকে মহিলা মোর্চার একটি বাইক মিছিল লেকটাউন পর্যন্ত যাবে। অভিযোগ, মিছিল শুরু আগেই পুলিশ তা আটকে দেয়। তারপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মহিলা মোর্চার সদস্যরা।

পুলিশের যুক্তি, হেলমেট ছাড়া বাইক মিছিলের কোনও অনুমতি নেই। পুলিশের দাবি সবার হেলমেট নেই। পাল্টা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন বিজেপির মহিলা মোর্চার কর্মী-সমর্থকরা। বিজেপি মহিলা মোর্চার নেত্রী উদিতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ১১ ফেব্রুয়ারি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যু বার্ষিকীতেও পুলিশ মিছিল করতে বাধা দিয়েছিল। তাই সেই তারিখ পরিবর্তন করে শনিবার অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি মিছিলের আয়োজন করা হলে সেখানেই পুলিশ বাধা দেয়।