
এসএসকেএম চত্বরে চলল গোলাগুলি। হাসপাতাল চত্বরের ভিতরেই গুলিবিদ্ধ হলেন কলকাতা পুলিশের এক এসআই। এখনো পর্যন্ত জানা গেছে , আজ সকালে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিজস্ব ডিউটিতে যান তিনি। হাসপাতালে পৌঁছানোর ঠিক কিছুক্ষণ পরেই সেখান থেকেই গুলির শব্দ শুনতে পাওয়া যায়। সেই শব্দ শোনা মাত্রই ছুটে যায় অন্যান্য পুলিশকর্মীরা । তাঁরা পৌঁছানোর পর দেখেন এসআই মাটিতে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন । সেখান থেকে তাঁকে নিয়ে জরুরি বিভাগে ভর্তি করানো হয় । বর্তমানে জরুরি বিভাগের চিকিৎসারত তিনি। তৃতীয় দফা নির্বাচনের আগেই সরগরম বাংলা ,আর তাতেই ব্যস্ত বিভিন্ন নেতা- কর্মীরা। নির্বাচনী সম্প্রচারকে কেন্দ্র করে দফায় দফায় সামনে আসছে বিভিন্ন অসন্তোষের খবর । এরইমধ্যে আজ সকালে হাসপাতালে পুলিশ কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সামনে এসেছে । সূত্রের খবর অনুসারে জানতে পারে গেছে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি সার্ভিস রিভলভার। এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে ওই সার্ভিস রিভলভার থেকেই গুলি চলেছে, তবে ঠিক কিভাবে গুলি চলেছে সেই ব্যাপারে সংশয় থেকে যাচ্ছে। হাসপাতাল চত্বরে এই ঘটনা ঘটায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসারত রোগী এবং বাড়ির লোকেদের মধ্যে। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার হয়নি কেও । সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।