
প্রেসিডেন্সিয়াল নির্বাচনে তিন মাসের মাথায় ফের অশান্ত ক্যাপিটাল হিল। পুরো দেশ যখন ইসতারের ছুটিতে ব্যস্ত, ঠিক সেই সময় ক্যাপিটল হিলে সামনে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক পুলিশ কর্মী। পুলিশ জানিয়েছে, একটি নীল রঙের গাড়ি তীব্র গতিতে এসে ক্যাপিটলের কাছে দুই পুলিশকর্মীকে ধাক্কা মারে। তার পরে ধাক্কা মারে ব্যারিকেডে। সেটির চালক ছুরি হাতে গাড়ি থেকে বেরোনোর চেষ্টা করলে পুলিশের গুলিতে আহত হয় সে। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আহত পুলিশকর্মীও।এই ঘটনারটির পরেই ক্যাপিটল হিল পুরোপুরি লকডাউন করে দেয় ন্যাশনাল গার্ডস। কিছুদিন আগে ক্যাপিটালের হামলার পর থেকে বেশি পরিমাণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল ক্যাপিটল হিলে।

ঘটনার কিছু ক্ষণ আগেই হোয়াইট হাউস থেকে ক্যাম্প ডেভিডে যান প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘটনায় শোকপ্রকাশ করে বার্তাও দেন তিনি। এফবিআই এর সহায়তায় ঘটনার তদন্ত করছে ক্যাপিটল পুলিশ। ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান রবার্ট কনটে বলেন,” এই ঘটনাকে কোনো সন্ত্রাসবাদি হামলা বলে মনে হচ্ছে না, কারণ হামলার সময় ক্যাপিটল হিলে উপস্থিত ছিলেন না বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন।” তবে কিছুদিন আগে রাষ্ট্রপতি পদে নির্বাচন হওয়ার সময় ক্যাপিটাল হিল হামলার খবর সামনে এসেছিল । বিশেষত প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা এই হামলা করেছিলেন । আর সেখানেই থেকে যাচ্ছে প্রশ্ন । এই হামলার পেছনে ট্রাম্পের সমর্থকদের কোন হাত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।