ভোট শুরুর আগেই আক্রান্ত পুলিশকর্মী,পড়ুন বিস্তারিত । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 6 Second

নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর : শনিবার থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। এই দিন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, এই ৫ জেলার মোট ৩০ টি আসনে ভোটগ্রহণ হওয়ার কথা আছে। তবে ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই রাজনৈতিক হিংসার খবর পাওয়া গেল।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা অঞ্চলের অন্তর্গত সাতশতমাল অঞ্চলে। সেখানে রাতভর বোমাবাজি চলার অভিযোগ উঠছে। তৃণমূল ও বিজেপি, যুযুধান এই দু’পক্ষের সংঘর্ষের ফলেই এই বোমাবাজি করা হচ্ছিল বলে সূত্রের খবর। গতকাল ওই এলাকা থেকে গন্ডগোলের খবর পেয়ে রাত দেড়টা নাগাদ ঘটনাস্থলে যায় পটাশপুর থানার পুলিশ। সেখানেই যুযুধান দুই পক্ষের মধ্যেকার সংঘর্ষ থামাতে গিয়ে বোমার আঘাতে জখম হন পটাশপুর থানার ওসি দীপক কুমার চক্রবর্তী-সহ মোট দুজন। দুজনকেই গতকাল রাতেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। তৃণমূল ও বিজেপি মধ্যেকার সংঘর্ষ থামাতে গিয়ে গতকাল রাত্রে পটাশপুর থানার ওসি দীপককুমার চক্রবর্তীর একদম সামনেই একটি বোমা ফাটে, যার ফলে তার পায়ে আঘাত লাগার খবর সামনে আসছে।

ভোট এখনো শুরু হয়নি, কিন্তু ভোট শুরু হবার আগেই এরকম ঘটনা প্রশাসন ও নির্বাচন কমিশনের কপালে যে গভীর চিন্তার ভাঁজ ফেলবে, একথা বলাই যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শুরু হলো ভোটগ্রহণ প্রক্রিয়া । এম ভারত নিউজ

নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনপুর: পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী শনিবার সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গেল পূর্ব মেদিনীপুর জেলার সাতটি বিধানসভা কেন্দ্রে। এই বিধানসভা কেন্দ্র গুলিতে সকাল থেকেই ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো। গতকাল রাত্রে পূর্ব মেদিনীপুর-এর বিভিন্ন স্থান থেকে বোমাবাজির যে সকল খবর পাওয়া গেছিল, সেই সকল খবর পাওয়ার পর […]

Subscribe US Now

error: Content Protected