নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর : শনিবার থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। এই দিন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, এই ৫ জেলার মোট ৩০ টি আসনে ভোটগ্রহণ হওয়ার কথা আছে। তবে ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই রাজনৈতিক হিংসার খবর পাওয়া গেল।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা অঞ্চলের অন্তর্গত সাতশতমাল অঞ্চলে। সেখানে রাতভর বোমাবাজি চলার অভিযোগ উঠছে। তৃণমূল ও বিজেপি, যুযুধান এই দু’পক্ষের সংঘর্ষের ফলেই এই বোমাবাজি করা হচ্ছিল বলে সূত্রের খবর। গতকাল ওই এলাকা থেকে গন্ডগোলের খবর পেয়ে রাত দেড়টা নাগাদ ঘটনাস্থলে যায় পটাশপুর থানার পুলিশ। সেখানেই যুযুধান দুই পক্ষের মধ্যেকার সংঘর্ষ থামাতে গিয়ে বোমার আঘাতে জখম হন পটাশপুর থানার ওসি দীপক কুমার চক্রবর্তী-সহ মোট দুজন। দুজনকেই গতকাল রাতেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। তৃণমূল ও বিজেপি মধ্যেকার সংঘর্ষ থামাতে গিয়ে গতকাল রাত্রে পটাশপুর থানার ওসি দীপককুমার চক্রবর্তীর একদম সামনেই একটি বোমা ফাটে, যার ফলে তার পায়ে আঘাত লাগার খবর সামনে আসছে।
ভোট এখনো শুরু হয়নি, কিন্তু ভোট শুরু হবার আগেই এরকম ঘটনা প্রশাসন ও নির্বাচন কমিশনের কপালে যে গভীর চিন্তার ভাঁজ ফেলবে, একথা বলাই যায়।