জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদের গ্রেফতারির পর সরগরম রাজনৈতিক মহল । এঁদের মধ্যে উল্লেখযোগ্যভাবে সামনে এসেছে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা PDP প্রধান মেহবুবা মুফতির প্রতিক্রিয়া। মুফতি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে লেখেন, ভারতে কার জেল হবে, সেটা তাঁর অপরাধ দেখে বিচার হয় না। তাঁর ধর্ম দেখে বিচার হয়, তাঁর জেল হবে কি না। উমর আর সফুরা জেলে আছে। আর কপিল মিশ্রা এবং কোমল বাইরে অবাধে ঘুরে বেড়াচ্ছে।এই মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী তথা আম আদমি পার্টির নেতা প্রশান্ত ভূষণ ট্যুইট করে লেখেন, দিল্লী পুলিশ সীতারাম ইয়েচুরি, যোগেন্দ্র যাদব, জয়তি ঘোষ আর অপুর্বানন্দের নাম নেওয়ার পর যেভাবে উমর খালিদকে গ্রেফতার করেছে, তারপর দিল্লী দাঙ্গায় হওয়া তদন্ত নিয়ে সন্দেহ হচ্ছে। এটা তদন্তের নামে নিরীহ প্রদর্শনকারীদের ফাঁসিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে মাত্র। প্রসঙ্গত শাহিনবাগে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন চলাকালীন উমর খালিদ উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন বলে অভিযোগ। সেই থেকেই দিল্লি পুলিশের নজরে ছিল উমর। গত ৩১ জুলাই উমরকে এক দফা জেরা করে পুলিশ। তখন তাঁর ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছিল। পুলিশ সূত্রে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে, লোধি কলোনির বিশেষ সেল দফতরে জিজ্ঞাসাবাদের জন্য শনিবারই উমর খালিদকে সমন পাঠানো হয়েছিল। প্রায় টানা ১১ ঘণ্টা জেরার পর রবিবার তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল।
