Read Time:1 Minute, 12 Second
বহু মানুষের হার্টথ্রব বাহুবলি চরিত্রে অভিনয় করা দক্ষিণী তারকা প্রভাস । সম্প্রতি তিনি তাঁর জীবনের ২২তম ছবির কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন তাঁর ভক্তদের । বলিউডের পরিচালক ওম রাউত পইচালিত এই ছবির নাম ‘আদিপুরুষ’ । এই ছবিতে রামের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রভাসকে । ছবিটি তৈরি হবে একাধিক ভাষায়। এই সুখবর দেওয়ার পাশাপাশি প্রভাস এও বলেন যে, পুরাণে বর্ণিত এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি ভীষণই উত্তেজিত । পরিচালক ওম রাউত যেভাবে চরিত্রটি ভেবেছেন, তাতে দেশের নতুন প্রজন্ম ছবিটিকে ভালোবাসায় ভরিয়ে দেবে। প্রযোজনায় থাকছেন ভূষণ কুমার এবং কৃষণ কুমার। প্রভাসের বিপরীতে নেগেটিভ চরিত্রে দেখা যেতে পারে বলিউডেরই কোনও তারকাকে ।

