এবার বাংলা ছবি ঘিরে শুরু হল রাজনৈতিক বিতর্ক। বড়দিনের আগেই রাজ্য়ে মুক্তি পেয়েছে মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত ‘প্রজাপতি’। শুক্রবার মুক্তি পাওয়া অন্য দুটি ছবি ‘হামি ২’ এবং ‘হত্যাপুরী’ নন্দনে জায়গা পেলেও এই প্রেক্ষাগৃহে মুক্তি পেল না মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত ‘প্রজাপতি’। এ ব্যাপারে এবার বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন। এদিন ইকো পার্কে মর্নিং ওয়াকে গিয়ে তাঁর সাফ অভিযোগ, ছবি রিলিজ বন্ধ করে দেওয়া হবে এই হুমকি দিয়ে দেবকে জোর করে নির্বাচনে দাঁড় করানো হয়েছে। দেবকে তৃণমূল ব্যবহার করেছে। বিজেপি সমর্থক মিঠুন চক্রবর্তী এই ছবিতে আছেন বলে ছবিটিকে নন্দনে ঠাঁই দেয়নি সরকার, এমনটাই অভিযোগ বিজেপি নেতার।

তবে এ প্রসঙ্গে ফিরাদ হাকিম পালটা উত্তরে বলেন, মিঠুনকে যুক্ত করে তোলা এই অভিযোগ ভিত্তিহীন, কারন ছবিটিতে তৃণমূল সাংসদ দেবও রয়েছেন। এদিন দিলীপ আরও বলেন, ‘তৃণমূল সমর্থক না হলে যেমন চাকরি পাবেন না, তেমন সিনেমা, নাটকেও জায়গা পাবেন না। হলও পাওয়া যাচ্ছে না। চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানানো হয়নি সুপারস্টার মিঠুনদাকে। নন্দনকে অপব্য়বহার করা হচ্ছে, যেন পার্টির সম্পত্তি। যাঁদের নামে লোক হলে আসে, তাঁদেরকেই দুরে রাখার চেষ্টা চলছে। সরকারেরই সাংসদ এই ছবির আরেক অন্যতম তারকা। মিঠুনের সঙ্গে যোগাযোগ রেখেছে বলে, তাঁকেও কোণঠাসা করার চেষ্টা চলছে। অনেকদিন পর একটা বাংলা ছবি করলেন মিঠুন দা। ছবিটি দেখার জন্য দর্শক মুখিয়ে আছে। অথচ নন্দনের মতো এত সুন্দর একটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেল না।‘ পাশাপাশি শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবি নিয়ে বিজেপি নেতাদের একাংশের বয়কটের হুঁশিয়ারিকে উল্লেখ করে কুণাল ঘোষও দিলীপের এই মন্তব্যকে অবাস্তব বলে দাবী করেছেন।
আরও পড়ুন