ইউএনসিতে প্রথমবার সংস্কৃত ভাষার ব্যবহার করলেন প্রকাশ জাভরেকর । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 10 Second

গতকাল জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের বৈঠকে ভারতের জলবায়ু মন্ত্রী প্রকাশ জাভরেকর , জলবায়ু সম্পর্কিত বিতর্কে অংশ গ্রহণের সময় প্রথমবার সংস্কৃত ভাষার প্রয়োগ করেন। সেখানে তিনি শুক্ল যজুর্বেদ থেকে সংস্কৃত শ্লোক পাঠ করে শোনান এবং সেই বিষয়ে বিবৃতিও দেন। শুধু তাই নয় পাশাপাশি গণ্যমান্য ব্যক্তিদের সম্বোধনের ক্ষেত্রে তিনি সংস্কৃত শব্দ ব্যবহার করেছেন। এই ধরনের বিতর্কিত সভাতে সংস্কৃত শব্দের ব্যবহার এবং জাতিসংঘের বৈঠকে প্রথমবার সংস্কৃত শব্দের ব্যবহার হয়েছে বলেই জানা যাচ্ছে।

পাশাপাশি জলবায়ুর বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, জলবায়ু বিষয়ক স্বচ্ছলতা এবং তথ্য উপলব্ধতা এবং প্রভাব পরিমাণের ক্ষেত্রে মূল্যায়ন করা প্রয়োজন। পাশাপাশি প্রত্যেকটি দেশের কাছে আবেদন জানান, ২০২০ পর্যন্ত যে লক্ষ তারা নিয়েছেন সেই লক্ষ্য পরিপূরণ করতে। পাশাপাশি তিনি বলেন বর্তমান সময়ে জলবায়ুর পরিবর্তন করার জন্য প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলির পরিকাঠামো এবং প্রযুক্তিতে আরও বেশি পরিমাণে নজর দেওয়া প্রয়োজন।

পাশাপাশি এই বৈঠকেই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ভারতের চিন্তাভাবনাকেও ফুটিয়ে তোলেন তিনি । তিনি বলেন ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করে জলবায়ু পরিবর্তন সহ পুরো পৃথিবী ব্যাপী কোন বিশেষ পরিবর্তন আনার ক্ষেত্রে যৌথভাবে কাজ করার ফলে যে ফলাফল আসবে তা অবশ্যই দীর্ঘমেয়াদি হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ক্ষমতায় আসার পর প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বাইডেন । এম ভারত নিউজ

ক্ষমতায় আসার পর আমেরিকার নয়া রাষ্ট্রপতি জো বাইডেনের প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বসেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে। সেখানে দুটি দেশ দৃড় প্রতিজ্ঞ হন জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে অতিমারি মোকাবিলা সর্বত্রই দ্বিপাক্ষিক যৌথভাবে অংশগ্রহণ করার বিষয়ে গতকাল দুই দেশের রাষ্ট্রনেতা এবং তাদের কর্মী বৃন্দ দের মধ্যে টানা দুই ঘণ্টাব্যাপী ভার্চুয়াল […]

Subscribe US Now

error: Content Protected