পথ দুর্ঘটনায় মাত্র একত্রিশ বছর বয়সে প্রাণ হারালেন তরুণ পাঞ্জাবি গায়ক দিলজান। মঙ্গলবার অমৃতসর থেকে কর্তারপুর ফেরার সময় জান্দিয়াল গুরুতে ঘটে দুর্ঘটনাটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণ গায়কের। জানা যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে দিলজানের গাড়ির ধাক্কা লাগে তারপর সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে।
অমৃতসর থেকে ফেরার সময় অমৃতসর জিটি রোডে ট্রাকটির সাথে ধাক্কা লাগায় দিলজানের গাড়িটি উলটে যায়। গাড়িতে একাই ছিলেন দিলজান।

পুলিশ সূত্রে খবর অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালানোর ফলে ডিভাইডারে সাথে ধাক্কা লাগে গাড়িটির।দুর্ঘটনার সঠিক কারণ জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। দিলজানেত দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 2012 সালের ‘সুর ক্ষেত্র’ নামে একটি রিয়েলিটি শো এর মাধ্যমে প্রথম প্রচার এর জগতে আসেন দিলজান। তারপর গেয়েছেন প্রচুর পাঞ্জাবি গান। দিলজানের স্ত্রী এবং সন্তান কানাডাতে আছেন বলেই জানা যাচ্ছে। তরুণ গায়ক এর মৃত্যুতে কার্যতই শোকস্তব্ধ পাঞ্জাবি সংগীত জগৎ।