নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর: ১৮ মার্চ ফের বঙ্গে আসছেন নমো । সেই উপলক্ষে আজ শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে প্রধানমন্ত্রী মোদীর সভার প্রস্তুতি বৈঠক হয় । বৈঠক হয় বিজেপির নেতৃত্বে । এই বৈঠকে আজ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব কুলদীপজী, রাজ্য নেতৃত্ব অনুপম মল্লিক, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, জেলা অবজার্ভার মলয় সিনহা, জেলা সভাপতি মন্ডলী সহ জেলার কার্যকর্তাগন । নির্বাচনের দিন ঘোষণার পরে সমস্ত প্রস্তুতি প্রায় শেষ । এখন চলছে শুধু প্রচার পালা । তাই প্রত্যেক রাজনৈতিক দলই একে অপরকে টেক্কা দিতে প্রচার সভা চালিয়ে যাচ্ছেন । গত ৭ মার্চ বঙ্গ সফরে এসেছিলেন মোদী ব্রিগেডের সভায় আর তারপর ঠিক ১১ দিনের মাথায় ফের বঙ্গ সফরে আসছেন তিনি । আসছেন অমিত শাহও । আগামী ১৪ তারিখ বঙ্গে আসছেন তিনি ।

আসন্ন নির্বাচনে পাখির চোখ হল মেদিনীপুর । আর তাই এই কেন্দ্রে হাল ছাড়তে নারাজ দলীয় নেতারা । আর তাই বিজেপির প্রচারে ২০ মার্চ কাঁথিতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাঁর ফলে তাঁরই প্রস্তুতি বৈঠক সারল বিজেপি নেতৃত্বরা। আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশাল জনসভার জন্য কাঁথি রেলওয়ে সংলগ্ন মাঠ পরিদর্শন করলেন সাংসদ শ্রীমতি লকেট চ্যাটার্জি সঙ্গে ছিলেন, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী ও রাজ্য এবং কেন্দ্রীয় অন্যান্য নেতৃত্বরা। পাশাপাশি কাঁথির অধিকারী পরিবারের বর্তমান তৃণমূলে থাকা শিশির অধিকারীর সাথে সাক্ষাত করলেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়, যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। তবে তাঁর তরফে জানানো হয়েছে, এটি নিরতান্তই সৌজন্য সাক্ষাত তার বেশি কিছু নয় ।