পুরভোট নিয়ে প্রস্তুতি তুঙ্গে রাজ্যে । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:1 Minute, 42 Second

উপনির্বাচন মিটতে না মিটতেই রাজ্যে পুরভোটের প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। জানা যাচ্ছে, আজ পুরভোটের প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই বৈঠকে বসেছে রাজ্য নির্বাচন কমিশন। আজকের এই বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ, ডিজিও। মূলত পুরভোটের আগেই রাজ্যে বিভিন্ন প্রান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হবে বলেই জানা যাচ্ছে, জরুরী এই বৈঠকে।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন দপ্তরের তরফে জানানো হয়েছে ,আগামী ডিসেম্বর মাসেই হতে চলেছে পুরভোট। আর সেক্ষেত্রে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। মূলত উপ নির্বাচন নিয়ে নানা বিতর্কে জড়াতে হয়েছিল নির্বাচন কমিশনকে। তবে পুরভোট নিয়ে কোনও বিতর্কে জড়াতে চান না তাঁরা। এই কারণে সমস্ত নিয়ম বিধি মেনেই ২ পুরসভার নির্বাচন সম্পন্ন করতে চলেছে। পৌরসভার তরফে জানানো হয়েছে, আগামী উনিশে ডিসেম্বরেই হতে চলেছে এই দুই পুরসভার পুরভোট। তারপরই বাকি সমস্ত কেন্দ্রের পুরভোট সম্পন্ন করা হবে নির্বাচন কমিশনের তরফে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফাঁকা বাড়িতে তাণ্ডব দুষ্কৃতীদের । এম ভারত নিউজ

বাড়ি ফাঁকা থাকার সুবর্ন সুযোগে লক্ষাধিক টাকা ও গয়না লুঠের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার সকালে গোটা বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়াল গাজোল থানার ধর্মতলা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, যে ব্যবসায়ীর বাড়িতে এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে তাঁদের বাড়ি কার্যত ফাঁকাই ছিল বেশ কিছুদিন। ওই ব্যবসায়ী সপরিবারে কালীপুজোর পর […]

Subscribe US Now

error: Content Protected