মন্ত্রিসভায় রদবদলের পর গুরুত্বপূর্ণ ক্যাবিনেট কমিটিগুলোকে পুনরায় সুসজ্জিত করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে মন্ত্রিসভায় রদবদলের পর পদ হারিয়েছেন বিভিন্ন বিখ্যাত নেতারা। পাশাপাশি দেখতে পাওয়া গেছে নতুন মুখের সমাগম। আর এবার ওই একই প্রতিমুর্তী প্রতিফলিত হল ক্যাবিনেট কমিটিগুলির রদবদলের ক্ষেত্রে। জানা যাচ্ছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ক্যাবিনেট কমিটিতে স্থান পেয়েছেন স্মৃতি ইরানি আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও ভূপেন্দ্র যাদব।

ক্যাবিনেট কমিটিগুলি ও ভারপ্রাপ্ত দের তালিকা :
সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটি:
নেতৃত্বে রয়েছেন রাজনাথ সিং। পাশাপাশি এই কমিটিতে নতুন করে সুযোগ পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র কুমার, কিরেণ রিজিজু ও অনুরাগ সিং ঠাকুর।
প্রতিরক্ষা মন্ত্র বিষয়ক ক্যাবিনেট কমিটি:
প্রতিরক্ষা মন্ত্র বিষয়ক ক্যাবিনেট কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও বিদেশমন্ত্রী জয়শঙ্কর।
বিনিয়োগ বিষয়ক ক্যাবিনেট কমিটি:
নেতৃত্ব থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি থাকছে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও অশ্বিনী বৈষ্ণব।
চাকরি ও স্কিল ডেভেলপমেন্ট কমটি:
দায়িত্বে রয়েছেন , কেন্দ্রীয়মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ভূপেন্দ্র যাদব, রামচন্দ্র প্রসাদ সিং ও জিকে রেড্ডি। এছাড়াও স্বাস্থ্য বিভাগীয় ক্যাবিনেট কমিটিতে পরিবর্তন করা হয়েছে।