এতদিন করোনার প্রকোপে বন্ধ ছিল স্কুলের পঠনপাঠন। অনলাইনেই পড়াশুনো করেছে পড়ুয়ারা। তবে এবার কমেছে করোনার প্রকোপ। তাই স্কুল খুলতে চলেছে অসম সরকার। পয়লা জানুয়ারি থেকে কোভিড বিধি মেনেই অসমের প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শুরু হবে নিয়মিত ক্লাস। এমনটাই জানিয়েছে শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গুয়াহাটিতে একটি সাংবাদিক বৈঠকে তিনি জানান, রাজ্যে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। সম্প্রতি অসমে কোভিড সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কম থাকায় শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় পুরোদমে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনার জেরে গত ২০ মার্চ থেকে অসমে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে ক্লাস শুরু হয়। বর্তমানে সরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণি থেকে উচ্চশ্রেণির ক্লাস অনিয়মিতভাবে হচ্ছে। তবে প্রাথমিক স্কুল খোলার ঝুূঁকি নেওয়া হয়নি। তবে এবার সেই পদক্ষেপ নিতে চলেছে অসম সরকার। সরকারের তরফে জানানো হয়েছিল, কিন্ডারগার্ডেন থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত স্কুলগুলি ১ জানুয়ারি থেকে খুলে দেওয়া হচ্ছে। আবাসিক স্কুল ও কলেজের হস্টেলও নিয়ন্ত্রিতভাবে ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে।