করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা দেশ সংক্রমনের গ্রাফ ক্রমশই ঊর্ধ্বগামী । পরিস্থিতি মোকাবিলায়, উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে উপস্থিত ছিলেন ক্যাবিনেট সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ও স্বাস্থ্য সচিব,নীতি আয়োগের সদস্য বিনোদ পল।সেখানে করোনা পরীক্ষার পাশাপাশি করোনা বিধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি করোনা আক্রান্তের সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের খুঁজে বার করা, কোয়ারেন্টাইনে পাঠানোর ওপর জোর দেওয়া হয়। বৈঠকে ভ্যাক্সসিনেশনের ওপর জোর দেওয়া হয়েছে। দেশে করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হয়েছে।ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ২৪৯। তবে করোনায় মৃত্যুর সংখ্যা গত দিনের থেকে কিছুটা কম। করোনার জেরে গত ২৪ ঘণ্টায় পাঁচ শতাধিকের মৃত্যু হয়েছে। করোনায় সব থেকে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রের। দেশে মোট করোনা আক্রান্তের অর্ধেকের বেশি মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায় আংশিক লকডাউন জারি করা হয়েছে। মহারাষ্ট্র ছাড়াও ছত্তিশগড়, পঞ্জাব, কেরল, গুজরাট ও পঞ্জাবে করোনায় আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করেছে।বৈঠকে ভ্যাক্সসিনেশনের ওপর জোর দেওয়া হয়েছে। দেশে করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হয়েছে।
উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 16 Second