দেশজুড়ে কৃষি আইন নিয়ে ব্যাপক জেড়বার চলাকালীন দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলি একে একে কৃষক সংগঠনগুলির পাশে দাঁড়িয়ে বিজেপিকে চাপে ফেলতে ব্যস্ত। কৃষি আইন ইস্যুতে কৃষকদের পাশে দাঁড়াতে এইবার ফের উত্তরপ্রদেশের পথে প্রিয়াঙ্কা গান্ধী।

কিছুদিন আগে ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে ট্রাক্টর মার্চে ট্রাক্টার উল্টে নিহত কৃষকের পরিবারের পাশে দাঁড়াতে উত্তরপ্রদেশে পৌঁছেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ।যদিও সেদিন তার গাড়িটি সামান্য একটু জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়।
উত্তরপ্রদেশ পৌঁছে কিষান মহা পঞ্চায়েতে অংশ নেবেন তিনি। বিজনোরের চাঁদপুরে হওয়া একটি কিষান পঞ্চায়েতে অংশ নেবেন তিনি। আজ কংগ্রেসের তরফ থেকে হাক শিবিরের আয়োজন করা হয়েছে এবং সেখান থেকেই “জয় জওয়ান, জয় কিষান” স্লোগান এর মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।
বিধানসভা ভোটের আগেই উত্তর প্রদেশের কিষানের সমস্যাগুলিকে হাতিয়ার করে এগোতে চাইছেন প্রিয়াঙ্কা গান্ধী। কদিন আগেই মৌনী অমাবস্যা তে প্রয়াগরাজ ছিলেন তিনি তারপর সাহারানপুরের একটি জনসভাতে অংশগ্রহণ করেছিলেন তিনি। ভোটের আগে সক্রিয়ভাবে কাজ করে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী।