
আজ সকালেই পূর্বনির্ধারিত সূচি অনুসারে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা হন প্রিয়াঙ্কা গান্ধী। ২৬ শে জানুয়ারির দিনে দিল্লিতে করা ট্রাক্টর মার্চের দুর্ঘটনায় মৃত কৃষকের পরিবারের সঙ্গে দেখা করতে যান তিনি ।হাপুর বাইপাস ধরে যাওয়ার পথেই হঠাৎ করে কনভয়ের প্রথমে থাকা একটি গাড়ি চাকা পিছলে ডিভাইডারে ধাক্কা মারে। প্রথম গাড়িটি আচমকা থেমে যাওয়ায়, পিছনে থাকা প্রত্যেকটি গাড়ি নিজেদের গতি আচমকা নিয়ন্ত্রণ এর ফলে একে অপরের সাথে ধাক্কা খায়। ঠিক তার পিছনে ছিল প্রিয়াঙ্কা গান্ধীর গাড়িটি ফলে সামগ্রিকভাবে রক্ষা পান তিনি দুর্ঘটনা থেকে।

সামগ্রিকভাবে অনুমান করা হচ্ছে বৃষ্টির কারণে রাস্তা পিছল ছিল । ফলে সেই রাস্তাতে চাকা স্লিপ করে এই দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লিতে যে ট্রাক্টর মার্চ হয়েছিল সেইখানেই ট্রাক্টর উল্টে গিয়ে মৃত্যু ঘটে উত্তর প্রদেশের নবনীত কউরের। আজ সকালে সেই নিহত নবনীতের পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, এবং রাস্তাতেই দুর্ঘটনার কবলে পড়েন তিনি । যদিও সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীর সেইভাবে কোন চোট লাগেনি।