নোটবন্দীর পঞ্চম বর্ষে নমোকে কটাক্ষ প্রিয়াঙ্কার । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:1 Minute, 46 Second

দিনটা ছিল ৮ নভেম্বর, সালটা ২০১৬।রাত ৮ টার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে দেশজুড়ে বাতিল করা হল ৫০০ এবং ১০০০ টাকার নোট । কেন্দ্রের আকস্মিক পদক্ষেপের পরে, নতুন নোট তুলতে এবং পুরানোগুলি পরিবর্তন করার জন্য মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল এটিএম এবং ব্যাঙ্কের বাইরে । এই নোটবন্দী নিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী মোদী সরকারকে কটাক্ষ করে লিখেছেন, নোটবন্দী যদি সফল হয়, তাহলে কেন শেষ হল না দুর্নীতি ? এর পাশাপাশি তিনি উল্লেখ করেন, কেন ফেরত এল না কালো টাকা? এমনকি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হচ্ছে না কেন সেই প্রসঙ্গেও তিনি নমোর উদ্দেশ্যে ব্যঙ্গোক্তি ছুঁড়ে দেন।

প্রসঙ্গত উল্লেখ্য, বহুবারই শশী থারুর (Sashi Tharoor) একটি অচিন্তিত এবং দুর্বলভাবে বাস্তবায়িত সিদ্ধান্ত বলে বর্ণনা করেছেন নোট বাতিলের সিদ্ধান্তকে । তিনি টুইট করে উল্লেখ করেছেন, আজ থেকে পাঁচ বছর আগে, একটি প্ররোচনামূলক-কল্পিত, ভুল-চিন্তা করা, খারাপ সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে তলানিতে নিয়ে গিয়েছে। এখন জবাবদিহি করার সময় এসেছে বলেও উল্লেখ করেন তিনি

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জলের তলায় ডুবলো চেন্নাই সহ ৪ জেলা । এম ভারত নিউজ

প্রবল বর্ষণের জেরে তামিলনাড়ুর কার্যত বানভাসী অবস্থা। জানা গিয়েছে, আগামী তিনদিন ধরে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তামিলনাড়ুতে । ইতিমধ্যেই চেন্নাই সহ ৪ জেলা জলমগ্ন হয়ে পড়েছে । যে হারে বৃষ্টি বাড়ছে সেই পরিস্থিতিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন (M.K.Stalin দু’দিনের জন্য স্কুল কলেজ বন্ধের কথা ঘোষণা করেছেন। ক্রমশই চিন্তা বাড়াছে […]

Subscribe US Now

error: Content Protected