প্রবল বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বইবে ঝোড়ো হাওয়া । বঙ্গোপসাগরে ফের ঘনীভূত নিম্নচাপ। বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। যার ফলে আরও শক্তিশালী হবে মৌসুমী অক্ষরেখা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৪ অগাস্ট থেকে পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঝড়বৃষ্টি সম্ভাবনা আছে এমনটাই আবহাওয়া দফতরের পূর্বাভাস। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে সমুদ্রের অভ্যন্তরে। কলকাতা ছাড়াও বৃষ্টি হবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায়। সোমবার দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সোমবার থেকেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হবে ওড়িশা ও ঝাড়খান্ডেও। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বিহারে । ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও গুজরাটে।
প্রবল বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ
Read Time:1 Minute, 42 Second