0
0
Read Time:1 Minute, 15 Second
পুলিশ হেফাজতে নাবালকের মৃত্যু। উত্তেজনা বীরভূমের মল্লারপুরে। প্রতিবাদে শনিবার মল্লারপুরে ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। পরিবারের দাবি, বৃহস্পতিবার চুরির অভিযোগে ১৫ বছরের ওই নাবালককে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। পরে শুক্রবার
সকালে পুলিশের পক্ষ থেকে পরিবারকে জানানো হয় শৌচাগারে আত্মঘাতী হয়েছেন কিশোর। এরপরই টায়ার জ্বালিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। যার জেরে স্তব্ধ হয়ে যায় যানচলাচল। বিজেপির দাবি, তাদের সমর্থক ওই পরিবারের ছেলের বিরুদ্ধে মিথ্যে চুরির মামলা দিয়ে গ্রেফতার করেছে পুলিশ। যদিও পুলিশের দাবি, রাতে শৌচাগারে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে নাবালক। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার শ্যাম সিং।