২০১৪ সালের প্রাথমিক টেট চাকরিপ্রার্থীদের করুণাময়ীর ধর্না মঞ্চ থেকে বৃহস্পতিবার রাতে পুলিশ জোর করে তুলে দেয়। এরই প্রতিবাদে শুক্রবার রাজ্যজুড়ে পথে নামল বিরোধী রাজনৈতিক দলগুলো। প্রাথমিক টেট চাকরিপ্রার্থীদের আন্দোলনকে অক্সিজেন জোগাতে শুক্রবার রাস্তায় নামল বিজেপি, সিপিএম, কংগ্রেস তিন বিরোধী দলই। শুক্রবার সারা রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দেয় বিজেপি। এ’দিন করুণাময়ীতে এসএফআই, ডিওয়াইএফআই মিছিল করে, মিছিলে পুলিশ ধরপাকড় করে গ্রেপ্তার করে বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্যদের। তাদেরকে বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হলে ওখানেই বিক্ষোভ দেখান বাম যুব ছাত্র সংগঠনের কর্মীরা। বেলা একটু বাড়তেই বিজেপি যুব মোর্চার নেতৃত্বে মিছিল নামে, ভিক্টোরিয়া হাউসের কাছে মিছিল আটকায় পুলিশ, ওখানে বসেই প্রতিবাদ করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি বলেন, ”হয় চাকরি দিন, নয়তো পদত্যাগ করুন। প্রতিবাদীদের আটকে রাখতে পারবেন না।” এদিন প্রতিবাদ মিছিলে ছিলেন সজল ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতা নেত্রীরা। এদিন টেট চাকরিপ্রার্থীদের উপর পুলিশে অত্যাচারের বিরুদ্ধে পথে নামে কংগ্রেসও। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে এদিন মিছিল বেরোয় মেয়ো রোডে। সেখানেই প্রতিবাদ চালান টেট চাকরি প্রার্থীরা।টেট চাকরিপ্রার্থীদের একটাই দাবি, তাদেরকে নিয়োগ করতে হবে, তারা কোনোভাবেই রাজ্য সরকারের কাছে মাথা নত করবেন না, তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
TET প্রার্থীদের সমর্থনে প্রতিবাদ মিছিল রাজ্যে । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 29 Second