Read Time:46 Second
কৃষি বিল সহ কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল পূর্ব মেদিনীপুরের তমলুক ব্লক তৃণমূল কংগ্রেস। রবিবার তমলুকের চংশ্বরপুর থেকে হরিদাসপুর বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয়।
মিছিলের নেতৃত্ব দেন জেলা সাধারণ সম্পাদক সোমনাথ বেরা। মিছিলে পা মেলান কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা। প্রত্যেকে প্রতীক লাঙল নিয়ে মিছিলে হাঁটেন। এদিন মিছিল শেষে হরিদাসপুর বাজারে একটি পথসভা হয়।
