সল্টলেকে এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, অবস্থানে বসতে গেলে পুলিশের বাধা সম্মুখীন হতে হয় পরীক্ষার্থীদের। কিন্তু এসএসসি পরিক্ষার্থীরা তাদের সিদ্ধান্তে অনড়, তাই পুলিশ প্রশাসন তাদেরকে বিক্ষোভ থেকে উঠে যেতে বলায় শুরু হয় পুলিশের সাথে ধ্বস্তাধ্বস্তি। আন্দোলনকারীদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এসএলএসটি র ২০১৬ নবম-দশম থেকে শুরু করে একাদশ-দ্বাদশ মেধা তালিকাভুক্ত শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের দাবির নিয়োগে পরীক্ষার্থীরা কিন্তু ৪ আগস্ট তারিখে এসএলএস টি প্রধান দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিল। এবং পরীক্ষার্থীদের মধ্য থেকে তিনজনের প্রতিনিধিদল দপ্তরের ভেতরে গিয়ে কথা বলেন। সূত্রের খবর, গত কয়েক মাস ধরেই এসএলএসটি চাকরিপ্রার্থীরা সল্টলেক সেন্ট্রাল পার্কের ৫ নম্বর গেটের সামনে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। সেখানে ফের অবস্থান-বিক্ষোভে বসতে গেলে ৪ আগস্ট রাতের বেলায় পরীক্ষার্থীদের অবস্থান-বিক্ষোভ থেকে তুলে দেওয়া হয়। আজ ফের এসএসসি পরীক্ষার্থীরা সেন্ট্রাল পার্কের সামনে বিক্ষোভে বসলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়।
অবশেষে বিধাননগর উত্তর থানার পুলিশ অবস্থান-বিক্ষোভ থেকে আন্দোলনকারীদের টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে বিধান নগর থানায় নিয়ে যায়। সূত্রের খবর অনুযায়ী, পুলিশ এখনও পর্যন্ত সল্টলেক সেন্ট্রাল পার্কের ৫ নম্বর গেটের সামনে টহল দিচ্ছে। বিধাননগর পুলিশের অনুমান আন্দোলনকারীরা ফের এসে অবস্থান-বিক্ষোভে বসতে পারে। বিধাননগর উত্তর থানার পুলিশ জানিয়েছে, আন্দোলনকারীদের কাছে কোনো আইনি নথিপত্র ছিল না অবস্থান বিক্ষোভে বসার জন্য। এদিকে পাল্টা অভিযোগ আন্দোলনকারীদের যে, তাঁদের কাছে অবস্থান-বিক্ষোভে বসার জন্য হাইকোর্টের অনুমতি রয়েছে। পুলিশের দাবি আন্দোলনকারীরা বেআইনিভাবে সেন্ট্রাল পার্কের ৫ নম্বর গেটের সামনে অবস্থান বিক্ষোভ করায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।