করোনা সংক্রমণে রাশ টানতে এবার কালীপুজোয় ভিড় নিয়ন্ত্রণে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে৷ তাতে বলা হয়েছে, দুর্গাপুজোর মত কালীপুজোতেও ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা দরকার৷ আজ বুধবার সেই মামলার শুনানি শেষে ভিড় নিয়ন্ত্রণে হাইকোর্ট কোনও রায় দেবে কিনা সেই দিকে তাকিয়ে পুজো উদ্যোক্তারা৷
ক্যালেন্ডার মতে,কালীপুজো আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি৷ কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনার বারাসাত, মধ্যমগ্রাম, নৈহাটির মত জনবহুল এলাকায় কালীপুজো ধুমধাম করে পালন করা হয় ৷ আশেপাশের জেলা থেকেও শহর ও শহরতলির মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ঢল নামে ৷ কিন্তু দুর্গাপুজোর অভিজ্ঞতা থেকে পুলিশ-প্রশাসনের কর্তাদের একাংশের ধারনা, করোনা বিধি শিকেয় উঠবে কালীপুজোতেও ৷ প্যান্ডেল হপিংয়ের নেশায় সাধারণ মানুষ কোনও দুরত্ববিধি মানবেন না ৷সেই থুতনিতেই ঝুলবে মাস্ক৷
প্রসঙ্গত উল্লেখ্য, তার উপর রবিবার থেকে লোকাল ট্রেনের চাকা গড়িয়েছে ৷ ফলত, শহরতলির প্যান্ডেলগুলিতে আরও ভিড় করবেন দূরদূরান্ত থেকে আগত দর্শনার্থীরা ৷ ভিড় নিয়ন্ত্রণে ব্যবস্থা না নিলে কলকাতা (Kolkata) ও উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) করোনা পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা পুলিশ কর্তাদের৷