পুজোর রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে চতুর্থীতে হাইকোর্টের দ্বারস্থ হল ফোরাম ফর দুর্গোৎসব কমিটি। ফোরামের সদস্যদের বক্তব্য এই মুহূর্তে প্যান্ডেল কাঁটছাঁট করায় বেশ সমস্যা। অন্যদিকে, মণ্ডপে ২৫ জনের বেশি না ঢোকা নিয়ে আপত্তি তুলছেন তাঁরা। বুধবার ওই মামলার শুনানির সম্ভাবনা। প্রয়োজনে বিষয়টি নিয়ে শীর্ষ আদালতে যাওয়ার চিন্তাভাবনা করছেন তারা। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। আবেদন গ্রহণ হয়েছে বলে আদালত সূত্রে খবর।

সোমবারই রাজ্যের সমস্ত পুজো মণ্ডপে দর্শকদের ঢোকার ক্ষেত্রে
নো এন্ট্রি জারি করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের এই রায়ে বেশিরভাগ পুজো সংগঠনগুলিই আশাহত। একে বারে শেষ মুহূর্তে এই রায়ের কারণে নানা সমস্যার কথাও তুলে ধরেন উদ্যোক্তারা।যদিও এই রায়ে খুশি চিকিৎসক মহল। ভিড় নিয়ন্ত্রণ না করা গেলে পুজোর পর করোনার সংক্রমণ বাড়বে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। তবে এখন দেখার পুনর্বিবেচনার আর্জিতে হাইকোর্ট সাড়া দেয় কি না।