0
0
Read Time:1 Minute, 12 Second
বিজেপি করার অপরাধে রাতের অন্ধকারে বাড়ি ভাঙচুরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পাশাপাশি বাড়ি থেকে এক কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের গোপালপুর গ্রামের ঘটনা। এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত নন্দদুলাল প্রামানিক ও দেবদুলাল প্রামানিক নামে দুই ভাই। অভিযোগ, তৃণমূল করার জন্য দুই ভাইকে বারবার চাপ দিচ্ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। শনিবার রাতে তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে পুলিশ বাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ। সেইসঙ্গে দেবদুলাল প্রামাণিককে তুলে নিয়ে যায় পুলিশ। নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরেই এমন ঘটনা ঘটেছে।