দুরন্ত ঝড় তুলে দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধু । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 10 Second

টোকিও অলিম্পিক ২০২১ এর দ্বিতীয় দিনে সাত সকালে মাঠে ঝড় তুললেন হায়দ্রাবাদী শাটলার পিভি সিন্ধু। সকাল থেকেই এক জ্বলন্ত অগ্নি পিন্ডের রূপে দেখা গেল পিভি সিন্ধুকে। গতবারের অলিম্পিকে রৌপ্য পদক প্রাপ্ত এই ব্যাডমিন্টন খেলোয়াড়ের থেকে একটি সুনিশ্চিত পদক আশা করছেন ভারতীয় ক্রীড়াবিদরা। প্রথম রাউন্ডে ইজরায়েলের পলিকারপোোভাকে নাস্তানাবুদ করে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করলেন সিন্ধু। এক কথায় বলা যায় প্রতিপক্ষকে উঠে দাঁড়ানোর আগেই বারবার কোমর ভেঙে দেন তিনি।

জানা যায় ২১-৭ এর ব্যবধানে প্রথম রাউন্ড শেষ করেন তিনি। মাত্র ১৩ মিনিটে এই প্রথম রাউন্ডের ম্যাচ শেষ করে দ্বিতীয় রাউন্ডে পদার্পণ করেন তিনি। এমনকি দ্বিতীয় রাউন্ডেও টিকে থাকার জন্য বেশ কিছুটা লড়াই করতে হয়েছিল প্রতিপক্ষকে । তবে অবশেষে ২১-১০ ব্যবধানে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জিতে নেন তিনি। আজ সকালে এই ইভেন্ট শুরু হওয়ার পর থেকেই ১ এক আ্যটাকিং কুইন হিসেবে দেখা গিয়েছিল পিভিকে। জানা যায় মাত্র ১৬ মিনিটের মধ্যেই দ্বিতীয় রাউন্ড শেষ করেছিলেন তিনি ।এক কথায় বলতে গেলে গোটা ম্যাচটি আয়ত্তে আনতে ,তাঁর সময় লেগেছিল মাত্র আধ ঘন্টা। এরপর দ্বিতীয় রাউন্ডে সিন্ধুর প্রতিপক্ষ হংকংয়ের ইয়া ন্যান চিউইং। বিশেষজ্ঞরা মনে করছেন এই ম্যাচ শেষ করতে খুব বেশি সময় নেবেন না পিভি সিন্ধু।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দেশে করোনা সংক্রমণ চল্লিশ হাজার ছুঁইছুঁই । এম ভারত নিউজ

করোনার দ্বিতীয় দফায় সংক্রমণ কাটতে না কাটতেই ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে তৃতীয় ঢেউ। বর্তমানে দেশের করোনা সংক্রমণ ৪০ হাজারের কাছাকাছি । তবেই স্বস্তির খবর বলতে আক্রান্তের সংখ্যা বাড়ল মৃত্যুর সংখ্যা নিম্নগামী। জানা যাচ্ছে গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা, ৩৯ হাজার ৭৪২ জন। সেক্ষেত্রে শনিবারের করোনা সংক্রমনের মাত্রা দেখে […]

Subscribe US Now

error: Content Protected