ব্রিটেনে আগেই ফাইজারে টিকা ছাড়পত্র পেয়েছে। এবার শোনা যাচ্ছে ফাইজারের তৈরি টিকা নিতে চলেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথও। আগামী সপ্তাহেই সম্ভবত শুরু হতে চলেছে সেদেশের টিকাকরণ। তবে শুধুমাত্র কেবল ৯৪ বছরের এলিজাবেথই নন, তাঁর স্বামী ৯৯ বছরের যুবরাজ ফিলিপকে ভ্যাকসিন দেওয়া হবে বলে খবর। তাঁদের বয়সের দিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনও বাকিংহাম প্যালেসের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, গত বুধবারই ব্রিটেন সরকার ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনে অস্থায়ীভাবে ব্যবহারের ছাড়পত্র দিয়েছে। সেক্ষেত্রে বয়স এবং সংক্রমণের ঝুঁকির দিকে খেয়াল রেখে টিকাকরণের নির্দেশও দেওয়া হয়। একইভাবে সংস্থা তৈরি ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়ার অনুমতি দিয়েছে বাহরিনও। আগামী সপ্তাহের প্রথমদিনই ব্রিটেনের হাসপাতালগুলিতে ভ্যাকসিন পৌঁছে যাওয়ার কথা। এই মুহূর্তে ব্রিটেনে দৈনিক সংক্রমণ ১৫ হাজারের আশপাশে। এই পরিস্থিতিতে বিশ্বে প্রথম ব্রিটেনেই শুরু হতে চলেছে করোনার টিকাকরণ।