আদালতে পেশের সময় রবীন্দ্র কবিতা পাঠ পার্থর।এম ভারত নিউজ

admin

আলিপুর আদালতে পেশের সময় এবার রবীন্দ্রনাথের কবিতা শোনালেন নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়।

0 0
Read Time:2 Minute, 54 Second

আদালতে খোশ মেজাজে পার্থ চট্টোপাধ্যায়। আলিপুর আদালতে পেশের সময় এবার রবীন্দ্রনাথের কবিতা শোনালেন নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। অন্যান্য দিনের মতো তাঁর দিকে নানা প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা। সাংবাদিকদের থামিয়ে পার্থবাবু বলেন, আমার সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক খুব ভালো। আপনারা তো কাল্পনিক অনেক কথা লিখছেন। আমি শুধু কবিতার ২টো লাইন বলব, ‘মসী লেপি দিল তবু ছবি ঢাকিল না। অগ্নি দিল তবুও ত গলিল না সোনা।’ এর পর তিনি অভিষেকের নবজোয়ার নিয়ে প্রশ্নে বলেন, ‘নবজোয়ার জনজোয়ারে পরিণত হয়েছে।’ তবে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীবাছাই নিয়ে দলীয় কোন্দল নিয়ে প্রশ্ন এড়িয়ে যান তিনি।

গ্রেফতারির পর তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। দলের যাবতীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। তা সত্ত্বেও পার্থর মুখে বারবার তৃণমূলের জয়গান শোনা গিয়েছে। এবারও তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচি নিয়ে মুখ খুললেন পার্থ। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘নব-জোয়ার’ কর্মসূচি সমন্ধে জানতে চাওয়া হয়। জবাবে চেঁচিয়ে এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জেলবন্দি পার্থ বলেন, ‘অভিষেকের নবজোয়ার ১০০ শতাংশ সফল।’ এখানেই না থেমে থেকে তিনি বলেন, ‘অভিষেকের নবজোয়ার আসলে জনজোয়ার।’

রবীন্দ্রজয়ন্তীর প্রাক্কালে পার্থর মুখে রবীন্দ্রনাথের বাণীতে সাহিত্যের থেকে বেশ রাজনীতি খুঁজে পাচ্ছেন অনেকে। তাদের প্রশ্ন, কাদের বিরুদ্ধে মসি ও অগ্নি দেওয়ার অভিযোগ করছেন পার্থ। তবে কি দলেরই একাংশ রয়েছে এর পিছনে? পার্থর কবিতা পাঠ উত্তরের থেকে বেশি প্রশ্ন রেখে গেল বলে দাবি তাদের।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কেরলে নৌকাডুবি, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য মোদীর। এম ভারত নিউজ

কেরলের নৌকাডুবিতে মৃত বেড়ে ২২। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Subscribe US Now

error: Content Protected