প্রয়াত ন্যাচারালস আইসক্রিমের প্রতিষ্ঠাতা রঘুনন্দন শ্রীনিবাস কামাথ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০। জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন দুনিয়ার মায়া ত্যাগ করেন রঘুনন্দন শ্রীনিবাস । ভারতের আইসক্রিম ম্যান হিসেবে পরিচিত ছিলেন।
ফল বিক্রেতার ছেলে রঘুনন্দন ১৪ বছর বয়েসে নিজের গ্রাম ছেড়ে মুম্বইয়ে এসেছিলেন। জীবনে কিছু একটা করতে হবে এই অদম্য জেদ নিয়ে তিনি চারজনকে জোগাড় করে ১৯৮৪ সালে একটি আইসক্রিমের কোম্পানি খুলেছিলেন। ফল, দুধ আর চিনির মিশ্রনে তিনি নিজের রেসিপিতে আইসক্রিম শুরু করেন। তারপর আর পিছনে তাকাতে হয়নি।
সূত্রের খবর, শুক্রবার মুম্বইতে মৃত্যু হয় ন্যাচারালস কর্ণধারের। এদিন ন্যাচারালস আইসক্রিমের অফিশিয়াল সোশ্যাল সাইট থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রতিষ্ঠাতার মৃত্যুর পর একটি বার্তায় তারা লেখেন, ‘আমাদের প্রতিষ্ঠাতা রঘুনন্দন কামাথের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। আমাদের জন্য আজ খুবই দুর্ভাগ্যের এবং দুঃখের দিন আজ।’ এরই সঙ্গে একটি পোস্টার পোস্ট করে ন্যাচারালস আইসক্রিম। তাতে লেখা ছিল, ‘এমন এক হাসি যা আমাদের হৃদয় গলিয়ে দেয়। এই হাসি আমরা কখনও ভুলব না। এই হাসি চিরকাল আমাদের উদ্বুদ্ধ করতে থাকবে।