নাম না করেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুল গান্ধীর । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 48 Second

রাফাল চুক্তি নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। কংগ্রেস রাফাল চুক্তির জন্য জেপিসি তদন্তের দাবি করার একদিন পরে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী রবিবার একটি অনলাইন সমীক্ষা প্রকাশ করেছেন। জানা যাচ্ছে এই সমীক্ষার মাধ্যমে রাফাল চুক্তি নিয়ে তদন্তের বিষয়ে,মোদি সরকার এখনই কেন প্রস্তুত নয় সে বিষয়ে প্রশ্ন করা হয়েছে। রাহুল গান্ধী তাঁর প্রশ্নের নিচে বেশ কয়েকটি উত্তর বাছাইয়ের অপশন দিয়েছিলেন সেগুলি হল, নিজের বিবেকের কাছে তৈরী নয়,বন্ধুদের বাঁচানো, জেপিসি রাজ্যসভার আসন।

আজ রাফায়েল চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে একটি টুইট করেন তিনি । সেখানেই নিজের বক্তব্য প্রকাশের সময় তিনি টুইটারে হিন্দিতে বলেছিলেন, “মোদী সরকার কেন জেপিসি তদন্তের জন্য প্রস্তুত নয়? – অপরাধবুদ্ধি, বন্ধুদের বাঁচাতে, জেপিসি রাজ্যসভার আসন চায় না এবং এগুলি সবই ঠিক আছে,”। প্রসঙ্গত উল্লেখ্য দীর্ঘদিন ধরেই রাফাল চুক্তি নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধী। ইতিমধ্যেই ফ্রান্স সরকারের তরফ থেকে রাফাল চুক্তি নিয়ে তদন্ত করতে একজন উচ্চপদস্থ বিচারপতি নিয়োগ করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কর্নাটকে শিথিল হল করোনার বিধিনিষেধ । এম ভারত নিউজ

শিথিল হল করোনার বিধি নিষেধ ! শনিবার কর্নাটকের করোনার বিধিনিষেধের শীতলতা নিয়ে এলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদিউরাপ্পা। জানা যাচ্ছে করোনাকালে দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতার জন্য রাজ্য সরকারের তরফ থেকে আরোপ করা বিধিনিষেধের ওপর বেশ কিছু ছাড় নিয়ে আসা হয়েছে। জানা যাচ্ছে এরই অংশ হিসেবে সরকারি দপ্তর গুলিতে কর্মসংস্থান এবং জনসাধারণের […]
news_08

Subscribe US Now

error: Content Protected