তীব্র জল্পনার পর এবারে ট্যুইটার থেকে সাসপেন্ড করা হল রাহুল গান্ধিকে । আজ শনিবার রাত সাড়ে আটটা নাগাদ এই কংগ্রেস সাংসদের ট্যুইটার হ্যান্ডেল সাময়িকভাবে সাসপেন্ড করা হয় । কংগ্রেসের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে । তবে কি কারণে ট্যুইটার কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি । যদিও মনে করা হচ্ছে দিল্লি রেপ কেসে নির্যাতিতার পরিবারের লোকের ছবি ট্যুইটারে পোস্ট করার ফলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে । দিল্লিতে ধর্ষণ করে খুন করা হয়েছিল ৯ বছরের এক দলিত তরুণীকে। নির্যাতিতার পরিবারের পরিচয় সম্মুখে আনা অনুচিত তো বটেই আইনের চোখে অপরাধও। ঘটনাচক্রে শনিবার সকালেই সেই পোস্টটি সরিয়ে ফেলা হল টুইটারের তরফে। এদিন সকাল থেকেই নির্যাতিতার পরিবারের ছবিটি মাইক্রো ব্লগিং সাইটে আর দেখা যাচ্ছে না। উল্লেখ্য রাহুল গান্ধি নিজেই এই পরিবারের সঙ্গে দেখা করতে ওঁদের বাড়ি যান । সেখানে গিয়ে তাঁদের পাশে তিনি থাকবেন এবং সমস্ত রকম সাহায্য করবেন বলেও আশ্বাস দেন তিনি । তবে ফিরেই তাঁদের ছবি পোস্ট করাতেই এই শাস্তির মুখে রাহুল গান্ধী বলেই মনে করা হচ্ছে ।
ট্যুইটার থেকে সাসপেন্ড করা হল রাহুল গান্ধির অ্যাকাউন্ট । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 48 Second